দেশব্যাপীজীবনশৈলী

চারঘাটের সারদা বাজারে উপচে পড়া ভীড়; নেই সচেতনতা

ঈদকে সামনে রেখে চারঘাটের  স্থানীয় পর্যায়ের মার্কেট গুলো স্বল্প পরিসরে খোলা রাখার হচ্ছে।  চারঘাটের বাজারগুলো বিশেষ করে সারদা বাজারে করোনা ভয় উপেক্ষা করেই সকাল ৯ টার আগেই বাজারের নামছে মানুষের ঢল, চলছে বিকাল ৫ টা পর্যন্ত।

সরকারিভাবে কেনা-কাটা  সীমিত রাখার নির্দেশ দেওয়া হলেও চারঘাটের  মার্কেটগুলোতে ক্রেতা বা বিক্রেতারা তা মানছেন না। পুলিশ বাহিনীর সদস্যদের  বিভিন্ন সড়কে এবং মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেলেও জনগণের সচেতনতার অভাবে তারা অনেকটাই অসহায়।

তৈরি পোশাক কিংবা জুতা-স্যান্ডেলের দোকানই নয়  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সব দোকানই খুলেছে। সেখানে বেচা-কেনার সময় সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা শারীরিক দূরত্বও  রাখছেন না বেশির ভাগ মানুষ।  পছন্দের পোশাক, জুতা-স্যান্ডেল ও কসমেটিকসহ অন্যান্য সামগ্রী কেনার জন্য ক্রেতাদেরকে একেবারে গা ঘেঁষাঘেঁষি, এমনকি ঠেলাঠেলিও করতে দেখা গেছে। অনেকে তাদের শিশুদের নিয়েও কেনাকাটা করতে দেখা গেছে। তবে সারদা  বাজারে পুরুষদের তুলনায়  শিশু ও মেয়েদের বেশি  আনাগোনা  লক্ষ্য করা যাচ্ছে।

রিপোর্টার (ট্রেইনী)

Mesbah Uddin Sheikh Father’s Name : Md. Sohir Uddin Sheikh Mother’s Name: Mst. Sheikh Ruby Khatun Permanent Address: Village: Ashkurpur, PO: Sardah, Upazila: Charghat, Dist: Rajshahi 6271 Date of Birth: 24 August,1996 Blood Group: A+(Positive) E-mail: mesbah.usbd@gmail.com Contact: +880-1701-092-110 Masters of Social Science (M.S.S)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *