অল্প জমিও অনাবাদি রাখা যাবেনা- এমপি জলি
পাবনা-সিরাজগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের সাংসদ সদস্য ও রেল মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি বলেছেন, বর্তমান বিশ্বময় এই মহামারীর সংকট কালে খাদ্যের সরবরাহ ও চাহিদায় যেন ঘাটতি না হয় সেজন্য আমাদের আশেপাশে অল্প জমিও অনাবাদি রাখা যাবে না।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে সরকার দেশে দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা পৌঁছে দিতে নানান পদক্ষেপ নিয়েছে। চালু হয়েছে ৫০ লাখ পরিবারের জন্য আড়াই হাজার টাকা করে সহযোগিতা কার্যক্রম। এই সহযোগীতা কার্যক্রমে উপকৃত হবে দেশের ২ কোটি মানুষ। আমরা রাজনীতি করি মানুষের জন্য। এই সঙ্কট কালীন সময়ে আমাদের সাধ্য অনুযায়ী মানুষের বিপদ আপদ সমস্যা আমরা দেখছি। এই করোনাকালীন পরিস্থিতিতে আমারা সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।
পাবনা সমাজ কল্যাণ সংস্থা অনন্য ‘র এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আমি এই সংস্থা’র উপদেষ্টা হয়ে গর্বিত। শনিবার (১৬ মে) পাবনা শহরের ড্রিম প্যালেস অডিটোরিয়ামে পাবনায় সমাজ সেবাম‚লক সংগঠন অনন্য সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে অনন্য সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী চেয়ারম্যান মাহফুজ আলী কাদেরী’র সভাপতিত্বে পিপিই মাস্ক ও সবজি বীজ বিতরণের কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি অনন্য সমাজ কল্যান সংস্থাকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে পাবনার ২২ জন তরুণ সাংবাদিকদের নিরাপত্তার জন্য পিপিই, মাস্ক এবং তৃণম‚ল পর্যায়ে সাধারণ মানুষের জন্য দশ হাজার সবজি বীজ ও মাস্ক বিতরণ হয়। এসব সবজির বীজ পাবনার বিভিন্ন প্রান্তের অনন্য’র ২০ টি শাখার কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। তারা সেগুলো পর্যায়ক্রমে তৃণম‚ল পর্যায়ের পরিবারগুলোর মধ্যে বিতরণ করবেন।
করোনার এই দ‚র্যোগে নিরাপত্তার জন্য দেশের মানুষ আজ ঘরে বসে অবসর সময় কাটাচ্ছেন। তাদের অবসর সময় কাজে লাগানোর জন্য অনন্য’র পক্ষ থেকে দেওয়া এই উপহার (সবজি বীজ) দেওয়া হয়। তাদের এই আয়োজন টি প্রশংসা’র দাবি রাখে। এ সময় অনন্য পক্ষ থেকে পাবনায় তরুণ সাংবাদিকদেরকে পিপিই প্রদান করা হয়।
এই বিতরণঅনুষ্ঠান কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তর, পাবনার উপ-পরিচালক জনাব মোঃ রাশেদুল কবির, অনন্য’র প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহুর আলী কাদেরী এবং আলহাজ্ব সৈয়দা নিলুফার কাদেরী প্রমুখ সহ সাংবাদিকবৃন্দ ও অনন্য’র কর্মকর্তা বৃন্দ।
/ শেতার