আন্তর্জাতিকস্বাস্থ্য এবং চিকিৎসাশিরোনামসর্বশেষসব খবর

প্রাণী নয়, উহানের বাজারে একব্যক্তিই ছড়ায় করোনা

করোনাভাইরাস উহানের হুয়ানান সাউথ চায়না সিফুড মার্কেটের প্রাণী থেকে নয়, ওই বাজারে একজন মানুষ থেকে ছড়িয়েছে। দাবি জীববিজ্ঞান বিশেষজ্ঞদের। ভাইরাসটি মানব সংক্রমণের আগেই মানুষের শরীরে স্থিতি ছিল। 

গবেষণাটি করেছেন হার্ভার্ড অ্যান্ড ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির গবেষণা ইউনিট ব্রড ইন্সটিটিউটের বিজ্ঞানী চ্যান এবং ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েরে জীববিজ্ঞানী ঝান। তারা বলেছেন, নতুন করোনভাইরাসটি মানুষের মধ্যে আগেই স্তিতিশীল অবস্থায় ছিল। উহান বাজারের কোনো এক ব্যক্তির মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে।যদিও এর আগে উহানের একটি বন্যপ্রাণীর বাজার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল বলে দাবি করেছিল চীন। 

বেইজিংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিল, ভাইরাসটি হুয়ানান বাজারের একটি প্রাণী থেকে ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাদের দাবি সমর্থন করেছে। পরে সংস্থাটি বাজার পরিদর্শনে টিম পাঠিয়েছিল। বাজারটি থেকে প্রাণীর নমুনা নেয়া হয়েছিল। তবে চার মাস পেরিয়ে গেলেও বিদেশি বিজ্ঞানীদের সঙ্গে তা শেয়ার করা হয়নি।

এদিকে, চীনের ২৩০ শহরের ৬ লাখ ৪০ হাজার মানুষ করোনা আক্রান্ত বলে নতুন একটি নথি ফাঁস হয়েছে। অথচ দেশটির দাবি, তাদের মোট ৮৪ হাজার ২৯ জন আক্রান্ত হয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *