রংপুরে সড়কে ঝরলো মোটরসাইকেল আরোহীর প্রাণ
রংপুরে সড়কে ঝড়লো মোটরসাইকেল আরোহীর প্রাণ। জেলার বদরগঞ্জে মালবোঝাই পাওয়ার টিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ঝরে গেল রেজাউল ইসলাম স্বপন নামের (২৪) এই যুবক।
মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে বদরগঞ্জ-রংপুর সড়কের শাহ ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত স্বপন উপজেলার শংকরপুর মন্ডলপাড়ার আব্দুল মান্নানের ছেলে। জানা যায়, স্বপন মোটরসাইকেল নিয়ে তার গ্রামের বাড়ি থেকে রংপুর যাচ্ছিলেন।
এসময় তার সামনে থাকা মালবোঝাই একটি পাওয়ার টিলার হঠাৎ করে ব্রেক চাপে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে স্বপন পাওয়ার টিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়ে তার মাথায় আঘাত লাগলে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান৷বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে পাওয়ার টিলারটি উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
/ রাচৌ