চারঘাটে উপজেলা চেয়ারম্যান কাছে খাদ্য সহায়তা হস্তান্তর করেন চাকুরীজীবি কল্যাণ সমিতি
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে করোনা সংকট মোকাবেলায় ক্ষতিগ্রস্থ, গরীব,দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষে ৩৪ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হস্তান্তর করেছেন চারঘাট উপজেলা (অবঃ) সরকারী চাকুরীজীবি কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা (অবঃ) সরকারী চাকুরীজীবি কল্যাণ সমিতি উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলামের নিকট করোনায় ক্ষতিগ্রস্থ, গরীব, দুস্থ ও অসহায়দের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের জন্য খাদ্য সামগ্রী হস্তান্তর করা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চারঘাট পৌর আওয়ালীগের সাধারন সম্পাদক একরামূল হক, চারঘাট উপজেলা (অবঃ) সরকারী চাকুরীজীবি কল্যাণ সমিতির সভাপতি ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াদুদ হক, সাধারন সম্পাদক অঅবু জাফর, কোষাধক্ষ্য রইস উদ্দিনসহ উপজেলা (অবঃ) সরকারী চাকুরীজীবি কল্যাণ সমিতির সদস্যবৃন্দ এবং সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।
/ নইবা