স্বাস্থ্য এবং চিকিৎসানন্দিনীসব খবর

ঘূর্ণিঝড় আমফানের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়িতেই সন্তান জন্ম দিলেন মা!

প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আমফানের বাংলাদেশ ও ভারতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর এ তাণ্ডবের মধ্যেই সন্তান জন্ম দিয়েছেন জানকী শেঠি নামে (২০) এক তরুণী। বুধবার (২০ মে) ওডিশার কেন্দ্রপাড়া জেলায় এই ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়, আম্পানের তাণ্ডবের মধ্যে স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি। তাই ফায়ার সার্ভিসের গাড়ির ভেতরেই সন্তানের জন্ম দিলেন ওই তরুণী।

মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে। তাদের মহাকালপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে ঝানহারা গ্রামে আটকে পড়েন অন্তঃসত্ত্বা জানকী। খবর পেয়ে ওই তরুণীকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি পাঠানো হয়। পথে ২২টি গাছ পড়ে থাকায় পৌঁছতে দেরি হয় তাদের। শেষ পর্যন্ত গাড়িতেই সন্তানের জন্ম দেন ওই তরুণী।

অন্যদিকে, ঘূর্ণিঝড় আমফানে ভারতের পশ্চিমবঙ্গে ১০ থেকে ১২ জন মারা গেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সুন্দরবনে আছড়ে পড়ার পর দক্ষিণে তাণ্ডব চালিয়ে যখন উত্তর ২৪ পরগনায় দাপিয়ে বেড়াচ্ছে প্রবল ঘূর্ণিঝড়, সেইসময় রাত ৯টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *