সাতক্ষীরায় আমফান এর আঘাতে বিধ্বস্ত মানুষের পাশে অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন
সাতক্ষীরার সদরে ঘুর্ণিঝড় আমফানের তান্ডবে বিভিন্ন স্থানে গাছপালা ও ডাল ভেঙ্গে রাস্তার উপর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে পড়ে।
সাতক্ষীরায় গতকাল বুধবার (২০ মে) সন্ধ্যা হতে পরবর্তী দিবাগত মধ্যরাত পর্যন্ত ঘূর্ণিঝড় আমফান এর তান্ডব চালায়। এতে আহত ব্যক্তি উদ্ধারে এবং ত্রাণ ও অন্যান্য সহায়তা প্রদান বাধাগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা করে সাতক্ষীরার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত সহ অন্যান্য পুলিশ সদস্য বৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় অতি দ্রুত ভেঙে পড়া এসমস্ত গাছ কেটে অপসারণ করে এবং সকল প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন জানান, ঘূর্ণিঝড় আমফান এর কারণে এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে সে ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
/ এমডিআআ