দেশব্যাপীব্যবসা বাণিজ্যস্বাস্থ্য এবং চিকিৎসাশিরোনামসব খবর

হবিগঞ্জের ঈদ বাজারে উপচেপড়া ভিড় : করোনা ঝুঁকি তীব্রতর হচ্ছে দিন দিন

করোনাভাইরাস ঝুঁকির মধ্যেই হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে দোকানপাট, মার্কেট, শপিংমল খুলে দেয়া হয়েছে। দোকানপাটসহ সর্বত্র মানুষের ভিড় বাড়ছে; কিন্তু করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব কেউ মানছে না। নিয়ম না মেনে জনসমাগম করায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মহামারি করোনা ঝুঁকিতেও দ্বিধাহীন, ভয়হীন হবিগঞ্জের মানুষ। ঈদুল ফিতরকে সামনে রেখে ছুটছেন তারা কেনাকাটায়; ঝুঁকিকে করছেন তারা তুচ্ছ জ্ঞান। কেনাকাটয় ব্যস্ত হয়ে ওঠছেন ভয়হীন কিচ্ছু মানুষ। শহরের অলিগলির দোকানের কেনাকাটায় এখন সরব তারা। একই সঙ্গে হবিগঞ্জে ব্যবসায়ী নেতৃবৃন্দের সিদ্ধান্তকে উপেক্ষা করে দোকান খোলে বসেছেন মুনাফালোভীরা।

এ অবস্থায় নগরের তিনকোণা পুকুর পাড় বাণিজ্যিক এলাকা, চৌধুরীবাজার ফুটপাতে এখন যেনো জনতার স্রোত নামে। সকাল ১০টা থেকে শুরু করে গোঁধূলী পর্যন্ত কোথাও যেনো নেই তিল ধারণের ঠাই। আছে মানুষের জটলা। শুধু ঈদ কেনাকাটায় মানুষ আর মানুষ। শহরের কোথাও সেই সামাজিক দূরত্বের বিবেচনা। খোলা রাখা বেশীর ভাগ দোকানেই নেই হাত ধোয়ার সাবান পানি সহ জিবানুনাশক ‍ স্প্রে/ স্যানিটাইজারের ব্যবস্থা।

আজ সারাদিন হবিগঞ্জ শহরে এমন চিত্রই ধরা পড়ে। আর করোনাকালেও এমন চিত্র অবাক করছে সকলকে। শহরের কোথাও কোথাও দেখা যায় তীব্র যানজট। আবার অনেক ভ্রাম্যমান ব্যবসায়ীরা প্রশাসনের নির্দেশনা না মেনে রাস্তার ওপরে দোকান খুলে জনদুর্ভোগও বাড়াচ্ছেন। এখানেই শেষ নয়, এসব ব্যবসায়ী-ক্রেতারা হবিগঞ্জে করোনা ঝুঁকি তীব্র থেকে তীব্রতর করছেন ।

উল্লেখ্য, গত ৯ মে হবিগঞ্জে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভিডিও কনফারিন্সিং এর মাধ্যমে বৈঠকে নিত্য প্রয়োজনীয় ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে ৯মে এর বৈঠকে অংশগ্রহণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট ও সদর উপজেলার চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ব্যবসায়ী কল্যাণ সমিতির মো. শামসুল হুদা, এছাড়াও সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

/ মোসেউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *