নাগরপুরে ৬২২ মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান হস্তান্তর
টাংগাইলের নাগরপুরে ৬২২ মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান হস্তান্তর করা হয়েছে আজ।
২২ মে শুক্রবার সকালে উপজেলা হল রুমে টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অার্থিক অনুদান হস্তান্তরের উদ্বোধন করেন।
উপজেলার প্রতিটি মসজিদে ৫০০০ টাকা করে ৬২২ মসজিদে মোট ৩১লক্ষ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
ভিডিও কনফারেন্সে সাংসদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মসজিদগুলোর অস্বচ্ছলতা দূর করতে অার্থিক অনুদান দিয়েছেন। তিনি এছাড়াও সময়ের সঠিক পদক্ষেপ গ্রহণ করছেন। এ সময় তিনি তার পিতা ও প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মসজিদের ইমামগণ।
/ মোজরলু