সব রোজা করলো তাসনিম এতমিনান, অবাক পরিবারের সবাই
তাসনিম এতমিনান জারা চৌধুরী বিয়াম ল্যাবরেটরী স্কুল এবং কলেজ, রংপুর এর দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।
পবিত্র রমজান মাসে সে সব রোজা করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সম্প্রতি কোভিড-১৯ এর কারনে তার স্কুল বন্ধ হয় গত ১৭ মার্চ থেকে। তখন থেকেই সে পাঠ্যপুস্তক পড়ার পাশাপাশি নিয়মিত নামাজ,দোয়া ও কোরআন পড়া শুরু করে।
রমজান শুরু হলে সে একের পর এক রোজা করতে থাকে, রোজা থাকা অবস্থায় সে নিয়মিত খেলাধূলাও করতে থাকে। তাসনিম এতমিনান বলে আমার কখনো ক্লান্ত লাগেনা তবে মাঝে মাঝে খুব পানি পিপাসা লাগে। আমার নামাজ পড়লে রোজা করলে অনেক ভালো লাগে।
তার পরিবার জানায় সে প্লে ক্লাস থেকেই প্রথম স্থান পেয়ে আসছে কখনো এক নম্বর কম পেলে মেনে নিতে চায়না অনেক কান্নাকাটি করে, তাকে পড়ার কথা বলতে হয়না পাশাপাশি সে টিভি, সোস্যাল মিডিয়া গেম, টয় হাউজ সবকিছুতেই একটিভ থাকে।
আমাদের সকলের দোয়া থাকবে তাসনিম এতমিনানের জন্য। মহান রাব্বুল আলামীন তাকে হেফাজত করুন সে যেন দেশ-জাতির কল্যাণে এগিয়ে আসতে পারে। আমিন।
তাসনিম এতমিনান জারা চৌধুরী দ্যা বাংলা ওয়ালের রংপুর ডিষ্ট্রিক্ট করসপন্ডেন্ট রানা চৌধুরীর মেয়ে।
/ রাচৌ