সাতক্ষীরা পাটকেলঘাটায় বিদ্যুৎ লাইন নির্মানকালে বিদ্যুৎ স্পর্শে আলিমুল মৃত্যু হয়েছে
ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন নির্মানকালে বিদ্যুৎ স্পর্শে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির মোঃ আলিমুল ইসলাম (২২) নামের এক লাইনম্যানের আজ মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে পাটকেলঘাটা থানার বড়বিলায় এলাকায় আম্ফানে ক্ষতিগ্রস্ত লাইন নির্মান কালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সকাল আনুমানিক ১১.০০ বিদ্যুৎস্পর্শে তাহার মৃত্যু হয়।
তাহার গ্রামের বাড়ি তালা উপজেলা জেয়ালা নলতা নিকারী পাড়া পিতা মৃত ইনছার নিকারী সে কেশবপুর থানায় নানার বাড়িতে থাকতো, তার মামাতো ভাই ইউসুফ জানান যে আমার মামাতো ভাই আলিমুল এক বছর যাবদ সাতক্ষীরা পল্লী বিদ্যুতে কাজ করতেন হঠাত্ করে দুপুরে জানতে পারি যে সে মারা গেছে।
এই ব্যাপারে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিএম সন্তোষ সাহা জানান, আমাদের দুইজন লাইনম্যান বিদ্যুৎ নির্মানকালে বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেছেন।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, বিদ্যুতের কাজ করতে গিয়ে লাইনম্যান নিহত হয়েছে। শুনছি তবে বিস্তারিত জানি।
/ জহাসা