রংপুরের পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
রংপুরের পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইম বাবু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদের অনুষ্ঠান দেখার জন্য টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে ওই শিশু বিদ্যুতায়িত হয়।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর নলেয়াপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম বাবু ওই গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে ঈদের অনুষ্ঠান দেখার জন্য টেলিভিশনের সংযোগ দিচ্ছিল নাইম বাবু।
এ সময় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার পথেই নাইম বাবুর মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে মিঠিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এসএম ফারুক আহমেদ বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। এমন ঘটনা খুবই দুঃখজনক। পরিবারের সকল সদস্যদের এসব বিষয়ে সচেতন থাকা জরুরী।
/ রাচৌ