রংপুর বিভাগের দুই জেলায় ১১ জনের করোনা পজেটিভ
গত ২৪ ঘন্টায় রংপুর পিসিআর ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা পজেটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে রংপুর জেলায় ৮ জন: রংপুর র্যাব (শাপলা)-৪, জুম্মাপাড়া-১, গঙ্গাচড়া-২, বদরগঞ্জ-১ জন এবং লালমনিরহাট জেলায় ৩ জন : কালিগঞ্জে-২ ও হাতিবান্ধায়-১জন।
রমেক অধ্যক্ষ ডা.নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।
/ রাচৌ