দেশব্যাপীআইন- আদালতজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

বিরামপুরে বিষাক্ত এ্যালকোহল খেয়ে আরও ৫ জনের মৃত্যু

দিনাজপুরের বিরামপুর উপজেলার পল্লীতে নেশাজাতীয় বিষাক্ত এ্যালকোহল খেয়ে
মৃত্যুর সংখ্যা বেড়ে ৫ জনে দাড়িয়েছে। এছাড়াও ২ জন রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার (২৭মে) দুপুরে বিরামপুর উপজেলার পৌর শহরের ৬নং ওয়ার্ডের মাহমুদপুর
গ্রামে শফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী মনজু আরা (৩৫) রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে রাতে নিজ বাসায় মামুদপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল মতিন
(২৭), তোফাজ্জল হোসেনের ছেলে আজিজুল ইসলাম (৩৩) ও সুলতান মাহমুদের ছেলে
মহসিন আলী (৩৮)এর মৃত্যু হয়।।

এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একই গ্রামের জামাল উদ্দীনের ছেলে আব্দুস সাত্তার (৩৭), মোঃ ভুট্টার ছেলে মতোয়ার হোসেন (২৮) গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, মঙ্গলবার
(২৬ মে) সন্ধ্যায় ৭ জন বন্ধু মিলে পল্লী চিকিৎসক আব্দুল মান্নানের দোকান থেকে
এ্যালকোহল কিনে খায়। রাতে আব্দুল মতিন, আজিজুল ইসলাম ও মহসিন আলীর রাতে নিজ নিজ বাসায় মারা যান। আজ বুধবার দুপুরে শফিকুল ইসলাম ও তার স্ত্রী মনজু আরা
মারা যান।

/ কুআ

দিনাজপুর ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

নাম: কুরবান আলী পিতা: মৃত: আব্দুর রশিদ মাতা: আনোয়ারা বেগম বর্তমান ঠিকানা: গ্রামঃ পুরাতন ঘাসিপাড়া, পোঃ বাহাদুর বাজার, থানাঃ কোতয়ালী, উপজেলাঃ সদর, জেলা- দিনাজপুর। স্থায়ী ঠিকানা: গ্রামঃ পুরাতন ঘাসিপাড়া, পোঃ বাহাদুর বাজার, থানাঃ কোতয়ালী, উপজেলাঃ সদর, জেলা- দিনাজপুর। জন্ম তারিখ: ২০-০৫-১৯৯৪ ইং মোবাইল নং: ০১৭৩৮-৫৫২০৬৪ রক্তের গ্রুপ: ও নেগেটিভ ই-মেইল: kurbanalli2010@gmail.com কুরিয়ার পাঠানোর ঠিকানা: হোটেল কনকর্ড (আবাসিক), গণেশতলা, দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *