রংপুরে আরো ২০ জনের করোনা পজেটিভ
আজ ২৭ মে রংপুর পিসিআর ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা পজেটিভ এসেছ।
আক্রান্তদের মধ্যে রংপুর জেলায় ১৫ জন (র্যাব, রংপুর-১২ জন, নিউ সেনপাড়া-২ জন,মিঠাপুকুর -১ জন), গাইবান্ধা-৪ জন(সাদুল্ল্যাপুর-৩ জন, সদর-১ জন) এবং লালমনিরহাট সদর হাসপাতালের ১জন।
রমেক অধ্যক্ষ ডা.নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।
/ রাচৌ