২ মাস পর দিনাজপুরে রেলপথে ভারতীয় পেঁয়াজের আমদানী
প্রায় ২ মাস বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের বিরল স্থলবন্দর দিয়ে রেলপথে ভারতীয় পেয়াজ আমদানী করা হলো হিলিতে। সড়ক পথে পেয়াজ আমদানী থাকলেও রেল পথে আমদানী শুরু হওয়া স্তস্তি প্রকাশ করেছে আমদানী-রপ্তানী কার্যক্রমে জড়িত শ্রমিকরা।
আজ (২৮ মে) বৃহস্পতিবার সকালে পেঁয়াজ বোঝায় মালবাহী ট্রেনটি বিরল রেলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে দুপুরে হিলি রেলষ্টেশনে এসে পৌছে। হিলি রেলস্টেশনে খালাস কার্যক্রম শুরু হয়।
দিনাজপুরের বিরল রেলবন্দর দিয়ে একটি মালবাহী ট্রেনে ভারতের নাসিক ও ভেলোর থেকে এসব পেঁয়াজ আমদানি করে হিলির পেঁয়াজ আমদানি কারক প্রতিষ্ঠান মেসার্স রায়হান ট্রেডার্স।
হিলি স্টেশন মাষ্টার তপন কুমার চক্রবর্তী জানান, ৪২টি ওয়াগানে (বগি) ১হাজর ৬শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। আমদানিকৃত এসব পেঁয়াজ দুই দিনের মধ্যে মালবাহী ট্রেনটি থেকে খালাস করে দর্শনা বন্দর দিয়ে পুনরায় ভারতে ফেরত পাঠানো হবে।
পেঁয়াজ আমদানি কারক প্রতিষ্ঠান রায়হান এন্টারপ্রাইজের স্বততাধিকারী আলহাজ শাহিদুল ইসলাম জানান, ভারতের নাসিক ও ভেলোর থেকে বাংলাদেশী টাকায় ২১ টাকা কেজি দরে এসব পেঁয়াজ আমদানী হয়েছে। যা হিলির পাইকারী বাজারে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব পেঁয়াজ সরবরাহ হচ্ছে ঢাকা-চিটাগাংসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
দেশে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় খোলা বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে দীর্ঘ দুই মাস বসে থাকার পর কাজে যোগ দিতে পারায় শস্তি ফিরে এসেছে শ্রমিকদের মাঝে।
/ কুআ