দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

চারঘাটে ভ্রাম্যমান মাছ ব্যবসায়ীদের মাঝে সাইন বোর্ড বিতরণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ চারঘাটে ভ্রাম্যমান মাছ ব্যবসায়ীদের সুবিধার্থে ভ্রাম্যমান সাইন বোর্ড বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১১জন ভ্রাম্যমান মাছ বিক্রতার মাঝে সাইন বোর্ড বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে মাছ ব্যবসায়ীদের মাঝে সাইন বোর্ড বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অলোক কুমার সাহা, উপজেলা সহকারী কমিশনার ভুমি আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মনজুর রহমান,কৃষি স¤প্রসারণ কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহম্মদ, ক্ষেত্রসহকারী তাকির হোসেন ও ভ্রাম্যমান মাছ ব্যবসায়ী বাবর আলীসহ সাংবাদিকবৃন্দ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, করোনা ভাইরাস মোকাবেলায় হাটবাজারে সমাগম থাকায় এবং সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার গ্রামে গ্রামে ভ্যান ও সাইকেল যোগে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা মাছ বিক্রয় করতে পারবেন।

/ নইবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *