দেশব্যাপীপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

দিনাজপুরে ১টি অবৈধ ইটভাটার কারণে ২০ একর জমির ধান নষ্ট

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আদর্শগ্রামে ১টি অবৈধ ইটভাটার কারণে প্রায় ২০ একর জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। একই সাথে আশপাশের কয়েক একর জমির আমলিচু ও ভুট্টার ক্ষতি হয়েছে। এব্যাপারে ক্ষতিগ্রস্ত ২৫ কৃষক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ইউএনও।

জানা গেছে২১ মে জেলার বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের ঢেপা ব্রীজ সংলগ্ন স্থানে অবৈধ ভাবে প্রতিষ্ঠিত ইটভাটা মেসার্স মা ব্্িরকস্ মেনুফ্যাকচার ইটভাটার উৎপাদন বন্ধ করে। বন্ধের দিন তারা ভোর রাতে ইটভাটার বিষাক্ত গ্যাস ছেড়ে দিলে আদর্শগ্রামের কয়েক কিলোমিটার এলাকায় কালো ধোয়ায় আছোন্ন হয়ে পড়ে। ওই বিষাক্ত গ্যাসের কালো ধোয়ায় আদর্শ গ্রামের প্রায় ২০ একর জমির বোরো ধান সম্পন্ন জ্বলে গেছে। যেখান থেকে একমুঠো ধানও পাওয়া সম্ভব হবেনা। 

এছাড়াও ৪ একর জমির উপর থাকা একটি আম বাগানের সম্পন্ন আমের গোড়া পচে যাওয়ায় সমস্ত আম ঝড়ে যাচ্ছে। ক্ষতি হয়েছে গ্রামটিতে থাকা ভুট্টা ক্ষেত এবং লিচু বাগানও। এখন সেখানে শুধুই কৃষকের আহাজারীক্ষতিগ্রস্থ কৃষক-কৃষানীর আহাজারীতে ভারি হয়ে উঠছে আর্দশ গ্রামের প্রতিটি ঘর।

সুজালপুর আরিফ বাজার গ্রামের মো: আব্দুল কাদেরসহ ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানানমাঠের ধান কয়েকদিনের মধ্যেই ঘরে তোলা যেত অথচ হাজী মো: সমশের আলী তার ইটভাটার বিষাক্ত গ্যাস ছেড়ে দিয়ে তাদের সর্বশান্ত করেছেন। আমরা এখন নিঃস্বকিভাবে পরিবার পরিজনের অন্যবস্ত্রের ব্যবস্থা করবো তা বুঝে উঠতে পারছি না।

অবৈধ ইটভাটার মালিক আলহাজ্ব সমশের আলী জানানতার ব্যবসায়ী জীবনের ৪০ বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা কখনো ঘটেনি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,ইট প্রস্তুতের জন্য তার কোনো সরকারী বৈধ কাগজপত্র নেই। এতোদিন তিনি সবাইকে ম্যানেজ করেই ব্যবসা চালিয়ে আসছেন।

বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী জানানস্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে সরজমিনে ঘুরে দেখেছি এবং কৃষকদের সাম্ভব্য ক্ষতির একটি প্রতিবেদন তৈরী করে উপজেলা নিবার্হী কর্মকর্তার বরাবরে ব্যবস্থা নেয়ার লক্ষ্যে প্রেরন করেছি।

বীরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেন জানানঅভিযোগটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। কৃষকের যাতে কোনোরূপ ক্ষতি না হয় এবং ক্ষতিপূরণের বিষয়টি সর্বাগ্রে রেখেই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে। প্রয়োজন হলে ইটভাটা মালিকের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

/ কুআ

দিনাজপুর ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

নাম: কুরবান আলী পিতা: মৃত: আব্দুর রশিদ মাতা: আনোয়ারা বেগম বর্তমান ঠিকানা: গ্রামঃ পুরাতন ঘাসিপাড়া, পোঃ বাহাদুর বাজার, থানাঃ কোতয়ালী, উপজেলাঃ সদর, জেলা- দিনাজপুর। স্থায়ী ঠিকানা: গ্রামঃ পুরাতন ঘাসিপাড়া, পোঃ বাহাদুর বাজার, থানাঃ কোতয়ালী, উপজেলাঃ সদর, জেলা- দিনাজপুর। জন্ম তারিখ: ২০-০৫-১৯৯৪ ইং মোবাইল নং: ০১৭৩৮-৫৫২০৬৪ রক্তের গ্রুপ: ও নেগেটিভ ই-মেইল: kurbanalli2010@gmail.com কুরিয়ার পাঠানোর ঠিকানা: হোটেল কনকর্ড (আবাসিক), গণেশতলা, দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *