করোনায় আক্রান্ত হয়ে ঈশ্বরদী উপজেলা জাসদ সভাপতির মৃত্যু
ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৭১) করোনায় আক্রান্ত হয়ে বুধবার (২৭ মে) দিবাগত রাতে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।
গোলাম মোস্তফা বাচ্চু ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়রকের রহিমপুর খলিলের মোড় এলাকার বাসিন্দা। তিনি ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক জিএস ছিলেন।
গোলাম মোস্তফা বাচ্চু গত ৫ মে কিডনী, হার্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত ১১ মে রাতে করোনা নমুনা পরীক্ষা করা হলে তাঁর ফলাফল পজিটিভ আসে। পরে তাঁকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মৃত্যু বরণ করেন।
আজ বৃহস্পতিবার (২৮ মে) মিরপুর বুদ্ধিজিবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাসদ পাবনা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রাঙা, সাধারণ সম্পাদক এড. নাজমুল কাবী শিন্টু, পাবনা সদর উপজেলা জাসদের সভাপতি আল মাহমুদ নিটু, পাবনা পৌর জাসদের সভাপতি ন‚র উজ জামান খোকন, ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি সৈয়দ সায়েম সাজ্জাদ রাঙা, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বিশ্বাস, পাবনা জেলা যুব জোটের সভাপতি সাইদুর রহমান পিন্টু এবং পাবনা জেলা ছাত্রলীগ বিসিএল এর সভাপতি হাসান আজিজ জনি এক বিবৃতিতে এই মহান নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
/ শেতার