দেশব্যাপীআইন- আদালতসব খবর

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩৩১ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যাবসায়ী আটক

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩৩১ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যাবসায়ী আটক করেছে র‍্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।

২৭ মে বুধবার ভোর ৪ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সদর থানাধীন সয়াধানগড়া,পশ্চিমপাড়া নতুন ব্রীজের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে-সিরাজগঞ্জ জেলার দিয়াড ধানগড়া গ্রামের একরামুল খন্দকার এর ছেলে নাহিদ খন্দকার (৩২), একই গ্রাম থানা জেলার আব্দুর রাজ্জাক এর ছেলে সোহাগ শেখ (৩০),-তেলকুপি গ্রামের মুকুল হোসেন এর ছেলে সেলিম হোসেন (২৫) কে আটক করেন।

র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম,এম,এইচ ইমরান গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা এসময় তাদের হেফাজতে থাকা মাদক কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল,৫ টি সীম কার্ড এবং নগদ ৪,৬৭০/- জব্দ করা হয়েছে।

পরে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

চলনবিল (সিরাজগঞ্জ) করেসপনডেন্ট

Name: Md. Monirul Islam Fathers Name: Md. Nurul Islam Mothers Name: Mst. Monoara Begum Vill: Dhopakandi, PO: Rashidabad, PS: Salanga, Ullahpara, Sirajganj Mobile: 01755766176, 01840024433 Email: journalistmonirule6@gmail.com NID No: 4654756107 DOB: 02/02/1999 Blood Group: O+ Education: Hons 3rd Year Student Daily Khobor, Pabna 1 year Daily Desher Kontho 1 year Daily Bangla Somoy 1 year Channel S Cameraman- 1 year

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *