নওগাঁয় ৪ কেজি গাঁজাসহ বাবা ও মেয়ে আটক
অটোচার্জার ভ্যানে যাত্রী সেজে যাওয়ার সময় নওগাঁর সাপাহারে ৪ কেজি গাঁজাসহ বাবা এবং মেয়েকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদে শনিবার সকাল ১০টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নের ফজিলাপুর মোড় থেকে তাঁদের আটক করা হয়।
আটকরা হলেন-মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামের আব্দুল মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী আলাউদ্দীন (৪৫) ও তাঁর মেয়ে সদর উপজেলার কুজাপাড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী সামিয়া আক্তার (১৯)।
পুলিশ জানায়, ফজিলাপুর মোড়ে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন খবরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ পরে বাবা আলাউদ্দীন ও মেয়ে সামিহাকে আটক করে। এসময় তাঁদের কাছ থেকে একটি স্মার্টফোনসহ দুটি মোবাইল এবং নগদ দেড় হাজার টাকা জব্দ করা হয়।
সাপাহার থানার ওসি আব্দুল হাই জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
/ আজু