নাগরপুরের এসিল্যান্ড করোনা আক্রান্ত
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহকারীর কমিশনার ভূমি তারিন মাসরুর করোনা আক্রান্ত হয়েছেন।

দেশের সম্মুখ করোনা যোদ্ধাদের মধ্যে নাগরপুর উপজেলার করোনা মোকাবিলায় নিবেদিত প্রাণ আর এক প্রশাসনিক কর্মকর্তা এসিল্যান্ড তারিন মাসরুরের করোনা আক্রান্তের বিষয়টি টাঙ্গাইলের সিভিল সার্জন অফিসারের তথ্য অনুযায়ী নিশ্চিত করেছেন উপজেলা প.প কর্মকর্তা মো. রোকুনুজ্জামান খান। আজকে উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৬ জন।
উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন এবং চিকিৎসাধীন আছেন ১৭ জন। এদের মধ্যে পুলিশ সদস্য ৪ জন এবং ২ জন পুলিশ পরিবারের সদস্য।
তিনি বলেন, এসিল্যান্ড এর নমুনা গত বৃহস্পতিবার পরীক্ষায় পাঠানো হলে আজকে রাত অনুমানিক ৯ টা এর পর সিভিল সার্জন অফিস থেকে তার রিপোর্টি পজিটিভ নিশ্চিত করেন। তিনি এখন টাঙ্গাইলে আইসোলেটেড আছে। তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে জেলা প্রশাসক ডিসি স্যার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
নাগরপুর উপজেলা নির্বাহি অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম এসিল্যান্ড তারিন মাসরুর এর জন্য দোয়া চেয়ে বলেন, উপজেলার পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা একে একে করোনায় আক্রান্ত হচ্ছে। এটা খুবই দুঃখ জনক।
এসিল্যান্ডের সংস্পর্শে এসেছিলো এমন সবার নমুনা পরীক্ষার করা হবে। এসিল্যান্ড এর শারীরিক অবস্থার ভিত্তিতে টাঙ্গাইলের জেলা প্রশাসক ডিসি স্যার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
তাই আমাদের সকলের উচিত, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সচেতন হওয়া। ঘরে থাকার কোন বিকল্প নেই। তাই অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়াই রক্ষা করতে পারে এই মহামারী থেকে।
/ মোজরলুকন