জাতীয়দেশব্যাপীব্যবসা বাণিজ্যশিরোনামসর্বশেষসব খবর

দুই মাস পর চালু পুঁজিবাজার, সূচকে উল্লম্ফন

করোনাভাইরাস মহামারীর কারণে সাধারণ ছুটিতে বন্ধ থাকার দুই মাসের বেশি সময় পর চালু বাংলাদেশের পুঁজিবাজারে প্রথম দিনের লেনদেন চাঙাভাবে শেষ হয়েছে।

সপ্তাহের প্রথম দিন রোববার বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জেই শেয়ারের মূল্য সূচক বাড়লেও বন্ধ হওয়ার আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে।

নভেল করোনাভাইরাসের মহামারীর বিস্তার রোধে সরকারঘোষিত সাধারণ ছুটির কারণে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ ছিল পুঁজিবাজার।

৬৬ দিন পর চালু রোববার প্রথম দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৫২ দশমিক ১৬ পয়েন্ট বা ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৪ হাজার ৬০ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ১৪৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা সর্বশেষ খোলার দিনে ৩৪৮ কোটি ১৩ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৪১ দশমিক ০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৪৬৯ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ২৪ শতাংশ বেশি।

সিএসইতে ৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১০৮ কোটি ৭০ লাখ টাকা কম।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে রোববার ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩০ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৪ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, আর কমেছে ৬৮টির। আর অপরিবর্তিত রয়েছে ১৯৫টির দর।

সিএসইতে লেনদেন হয়েছে ১০৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর।

সাধারণ সময়ে সকাল সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত মোট চার ঘণ্টা লেনদেন হলেও মহামারীর পরিস্থিতিতে আপাতত একঘণ্টা আগেই লেনদেন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *