বেনাপোলে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৮ কেজি গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিল ও ৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। রোববার (৩১ মে) বিকালে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তের মাঠের মধ্যে থেকে মাদকের এ চালানটি জব্দ করে বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন খবরে সাদিপুর সীমান্তের মাঠের মধ্যে অবস্থান নেন বিজিবি। চোরাচালানীরা বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে বিভিন্ন মালামাল ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৩৮ কেজি গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিল ও ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/ মোজাহো