ভালো ফলাফলে এগিয়ে রংপুরের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো
এবারের এসএসসি পরীক্ষায় রংপুরের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো ফলাফল করেছে। পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যাও সন্তোষজনক বলেছেন প্রতিষ্ঠান প্রধানরা।
খোঁজ নিয়ে জানা যায়, আজ রবিবার ঘোষিত এসএসসির ফলাফল অনুযায়ী দিনাজপুর শিক্ষাবোর্ডের আওতায় রংপুর ক্যাডেট কলেজ থেকে এবার ৫৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ৫৪ জনই জিপিএ-৫ পেয়েছে।
রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজে ৫০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৭ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩১১ জন। দুজন পরীক্ষার্থী অসুস্থতার জন্য উত্তীর্ণ হতে পারেনি বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
রংপুর জিলা স্কুলে ২৫০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬০ জন। রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৬ জন পাশ করেছে।
জিপিএ-৫ পেয়েছে ১৫৫ জন। মিলেনিয়াম স্টারস্ স্কুল এন্ড কলেজে ১৩১ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন। পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে ৪০০ জন পরীক্ষা দিয়ে ৩৯৫ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন।
/ রাচৌ