লকডাউন খুলে দেয়ার পর কুড়িগ্রামে অফিস-আদালত অনেকটা স্বাভাবিক হয়েছে
আজ লকডাউন খুলে খুলে দেয়ার পর কুড়িগ্রামে বিভিন্নস্থানে অফিস-আদালত অনেকটা স্বাভাবিকভাবে হয়েছে
কুড়িগ্রামে যথারীতি অফিস-আদালত ও ব্যাঙ্কগুলি খোলা হয়েছে সরকারি অফিসের লোকজনের যাতায়াত ছিল খুবই কম
ব্যাংক গুলিতে লোকজনের আগমন লেনদেন ছিল চোখে পড়ার মতো তবে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম চলছে
গণপরিবহন খুলে দেওয়ার হলেও তেমন একটা গণপরিবহন রাস্তায় চলাচল করে করতে দেখা যায়নি তবে ছোট যানবাহন মোটামুটি চলছে এ ব্যাপারে সাধারণ মানুষও গণপরিবহন সঙ্গে কথা বললে তারা বলে গণপরিবহন ছেড়ে দেওয়াতে তারা খুশি তবে স্বাস্থ্যবিধি মেনে আরও চলাচল করবেন
/ নূমোচৌ