নওগাঁয় আদিবাসী নর-নারীর মরদেহ উদ্ধার
নওগাঁর পত্নীতলা উপজেলায় অতিরিক্ত মদপান ও কীটনাশক খেয়ে দুইজন আদিবাসী নর-নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- ওই উপজেলার কাশিপুর গ্রামের মংলা রামের ছেলে সুনিরাম (৫৫) ও একই উপজেলার কান্তা কিসমতপুর গ্রামের মাধুরী রানী (৬৫)।
পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী জানান, গতকাল রাতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সুনিরাম। তারপর রাতে তিনি আর বাড়ি ফিরে আসেনি। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে তাঁকে না পেয়ে দুশ্চিন্তায় পরে যায়।
সোমবার সকালে ছালিগ্রাম মধ্যপাড়া পুকুরে তাঁর ভাসমান লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।
অন্যদিকে, দুপুরে মাধুরী রানী তাঁর ছেলে ও ছেলে বউয়ের উপর অভিমান করে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন।
ওসি আরও জানান, সুনিরাম অতিরিক্ত মদপানে এবং মাধুরী কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে।
/ আজু