নওগাঁর সাপাহারে আম আহরণের উদ্বোধন
নওগাঁর সাপাহার উপজেলায় চলতি বছরের আম আহরণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে সোমবার দুপুর ১২ টায় আম আহরণের উদ্বোধন করা হয়। এর আগে চলতি মৌসুমের আম সংগ্রহের সময় নির্ধারণ করে দেন উপজেলা প্রশাসন।
উপজেলার শিরন্টী ইউনিয়নের ইসলামপুর মোড়ে এনামুল হক নামের এক চাষীর গাপালভোগ আম আহরণের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান মন্ডল।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মুজিবর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমূখ।
/ আজু