রংপুরে ডিবি পুলিশ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক-২
রংপুরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছেন রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা।
আটককৃতরা হলেন, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিংগিমারি ক্লিনিকপাড়ার আব্দুল মান্নানের ছেলে সাইফুল ইসলাম লেবু (২৫) ও একই উপজেলার সিংগিমারি প্রামানিকপাড়ার ছকির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (ডিবি এ্যান্ড মিডিয়া) আলতাব হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রংপুর নগরীর ১৮ নং ওয়ার্ডের পিটিসি মসজিদ সংল্গন এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে তাদের ব্যাগ তল্লাশী করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় তাদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এব্যাপারে ডিবি পুলিশের এসআই গোলাম মোর্শেদ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।
/ রাচৌ