রংপুর মেডিকেলে আরও ১৬ জন ব্যক্তির করোনা পজেটিভ
রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ১৬ জন ব্যক্তির করোনা পজেটিভ এসেছে।
আক্রান্তরা হলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের ৪ সদস্য, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স (৩৬), রংপুর মেডিকেল কলেজে এক টেকনোলজিস্ট, নগরীর ঠিকাদারপাড়ার এক নারী (৩৫), রোজ হাসপাতালের এক কর্মচারী (৩৩), মিস্ত্রিপাড়ার এক নারী (৫০), এক যুবতী (২০), এক পুরুষ (৫২), মিঠাপুকুর উপজেলার এক নারী (৪০), অপর নারী (৩৫), গাইবান্ধা গোবিন্দগঞ্জের এক পুরুষ (৪২), অপর পুরুষ (৪২), কুড়িগ্রাম সদরের এক পুরুষ (৪২)।
সোমবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৬ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তি ৪০৫ জন।
/ রাচৌ