বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনায় সভা
শিক্ষার আলোয় আলোকিত ব্যক্তি এবং জাতি সব সময় উন্নতি ও অগ্রগতির শীর্ষে অবস্থান করে। শিক্ষিত শ্রেনীই সবসময় নেতৃত্বের আসনে থাকে। কিন্তু শিক্ষা তখনই এরুপ যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরী করতে সমর্থ হবে যখন তা হবে উপযুক্ত মানসম্পন্ন। কেবল মান সম্পন্ন আধুনিক যুগোপযোগী শিক্ষাই পারে যোগ্য ও দক্ষতা সম্পন্ন জনবল তৈরী করতে। আর এ জন্যই শিক্ষার মানোন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বেনাপোল ঐতিহ্যবাহি নারী শিক্ষা প্রতিষ্টান মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন এ কথা বলেন।
মঙ্গলবার বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভা ও এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন। এ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় প্রায় শতভাগ শিক্ষার্থী পাস করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে ভবিষ্যাতে আরো জিপিএ ৫ বৃদ্ধি পায় সেদিকে শিক্ষকদের দৃষ্টি বাড়াতে বলেন।
এসময় উপস্থিত ছিলেন মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের বিদ্যাৎশাহী সদস্য আহসান উল্লাহ মাস্টার, সাধারন শিক্ষক সদস্য মোঃ বদরুল আলম, মোঃ রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মোছাঃ মাহমুদা সুলতানা, অভিভাবক সদস্য শাহাবুদ্দিন, মোঃ আমিরুল ইসলাম বাবু, নাজমুল হোসেন মুকুল, মোঃ শরিফুল আলম নয়ন, দাতা সদস্য সাহিদা রহমান সেতু, সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী।
/ মোজাহো