রংপুরে নতুন আক্রান্ত ১৬ জন সহ মোট ৪৩৬ জন
রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নতুন করে চার জেলার আরও ১৬ জনের কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রংপুর জেলায় রয়েছেন নয়জন।
মঙ্গলবার (০২ জুন) ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে রংপুরের নয়জনসহ লালমনিরহাটের তিন, গাইবান্ধার দুই এবং কুড়িগ্রাম ও নীলফামারীর একজন করে আক্রান্ত শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য, নগরীর ক্যাডেট কলেজ সর্দারপাড়া এলাকার এক নারী, জুম্মাপাড়ার এক নারী, ধাপ এলাকার এক পুরুষ, মিস্ত্রিপাড়া মিনা বেকারির এক নারী ও এক যুবক, মিস্ত্রিপাড়া শিয়ালুর মোড়ের এক যুবক, সিও বাজারের এক পুরুষ, ইসলামবাগ এলাকার এক পুরুষ, কুড়িগ্রামের চিলমারীর এক পুরুষ, গাইবান্ধার পলাশবাড়ির এক নারী, সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, লালমনিরহাটের আদিতমারী উপজেলার এক পুরুষ, লালমনিরহাট সদরের তিস্তার একই পরিবারের দুই পুরুষ এবং নীলফামারীর কিশোরগঞ্জের এক যুবক।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এ কে এম নুরুন্নবী লাইজু বলেন, রংপুর বিভাগে আরও ১৬ জন নতুন আক্রান্ত সহ রংপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩৬ জনে।
/ রাচৌ