রাজনীতিপরিবেশ ও সমাজশিরোনামসব খবর

জাতীয় পার্টির সভাপতি ও এমপি সাদ এরশাদ দু’ভাগে বিভক্ত

রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও এরশাদ পুত্র এমপি রাহগীর আল মাহী সাদ এরশাদ মুখোমুখি অবস্থান করছেন।

এমপি’র বিরুদ্ধে দলের সিনিয়র নেতাকে মারধর করে পুলিশে দেয়ার অভিযোগ এনে দোষীদের গ্রেফতারে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছে মহানগর জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন। এদিকে জাতীয় পার্টির নেতা দ্বারা স্ত্রীর শ্লীলতাহানীসহ নিজে হামলার শিকার হয়েছে, অভিযোগ করেছেন এমপি সাদ এরশাদ।

মেয়র ও এমপি মুখোমুখি অবস্থায় করায় দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে জাতীয় পার্টি। এনিয়ে দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদ এরশাদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।দলীয় সূত্রে জানা যায়, রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহি সাদ এরশাদ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর পল্লী নিবাস বাসভবনে রংপুর মহানগর জাতীয় পার্টির নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

মতবিনিময়কালে ২৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও রংপুর মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি টিপু সুলতান রংপুরী তার ডিও লেটারে সাদ এরশাদ স্বাক্ষর না করায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সাদ এরশাদ ও তার স্ত্রী মাহিমা এরশাদের সাথে টিপু সুলতানের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সাদ এরশাদের বাড়িতে থাকা লোকজনের সাথে টিপু সুলতা ও জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত জাপা নেতাকর্মীরা সাদ এরশাদের বাড়ির চেয়ার ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও টিপু সুলতানকে আটক করে থানায় নিয়ে যায়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন মহানগর জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা রাতেই পল্লী নিবাসের সামনে বিক্ষোভ করেন।জাতীয় পার্টির সিনিয়র নেতাকে বহিরাগত সন্ত্রাসী দ্বারা মারধরসহ পুলিশে দেয়ার অভিযোগ ঘটনায় বুধবার সকালে সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জরুরী সভা করে মহানগর জাতীয় পার্টি।

মহানগর জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে নগরীতে বিক্ষোভ করে তারা। এ সময় টিপু সুলতানকে নিঃশর্ত মুক্তি, সুষ্ঠুতদন্তসহ দোষীদের গ্রেফতারে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় জাপা নেতারা। বেঁধে দেয়া সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে বিক্ষোভ, স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর কর্মসূচী পালন করার ঘোষনা দেয়া হয়।এদিকে বুধবার দুুপুরে পল্লী নিবাস বাসভবনে সংবাদ সম্মেলন করেন, রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহী সাদ এরশাদ। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতা দ্বারা স্ত্রীর শ্লীলতাহানীসহ নিজে হামলার শিকার হয়েছেন বলে সাংবাদিকদের অভিযোগ করেন।

সাদ এরশাদ বলেন, আমি চেয়েছিলাম সরকারী সকল ধরনের বরাদ্দ সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পৌঁছে দিতে। কোন নেতাদের মাধ্যমে দিতে চাইনি। যদি অন্যায়ভাবে ডিও লেটারে স্বাক্ষর করে দিতাম তবে আমি হামলার শিকার হতাম না। টিপু সুলতান আমাকে ও আমার স্ত্রীকে গালিগালাজ করে আমার স্ত্রী শ্লীলতাহানী করেছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা অস্ত্র-শস্ত্র নিয়ে আমার বাড়িতে ভাংচুর করতে এসেছিলো। আমি এখন জীবন ঝুঁকিতে রয়েছি।

আমার উপর হামলার ঘটনা আমার মা রওশন এরশাদকে জানিয়েছি। সাদ এরশাদের স্ত্রী মাহিমা এরশাদ বলেন, জাতীয় পার্টির নেতা টিপু সুলতান আমাকে ও আমার মাকে তুলে গালিগালাজ করেছে। আমাকে মারতে তেড়ে এসে আমার কাপড় ছিড়ে ফেলেছে। এখানে জাতীয় পার্টির সভাপতি সবাই বসে ছিলো, কেউ টিপু সুলতানের কথার প্রতিবাদ করেনি। আমি এরশাদ পরিবারের একজন সদস্য, আমি একজন নারী, হত্যার উদ্দেশ্যে আমাদের উপর যে হামলাটি হলো সে ব্যাপারে এখন পর্যন্ত প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।

এরশাদ পরিবারের কাউকে রাজনীতিতে থাকতে দেয়া হচ্ছে না। এরশাদের ভাতিজা হুসেইন মকবুল শাহরিয়ার আসিফকে রাজনীতি করতে দেয়া হয়নি, এখন সাদ এরশাদকেও রাজনীতিতে থেকে সরাতে ষড়যন্ত্র করা হচ্ছে।রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, অপরাধ কেউ করে অপরাধকে ধামা-চাপা দেয়ার জন্য কিছু ঘটনা তৈরী করে। টিপু সুলতান রংপুরীর বয়স ৬২ বছর। তার চুল-দাড়ি সব পাকা। তিনি কিভাবে এমপি’র স্ত্রীর শ্লীলতাহানী করলো তা আমাদের বোধগম্য নয়।

জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে কোন সমস্যা হলে আমরা বসে সেটি মিমাংসা করতাম। কিন্তু এমপি সাহেব ভাড়া করা গুন্ডা দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের হেনস্তা করবে তা মেনে নেয়া যায় না। আমরা প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তসহ দোষীদের গ্রেফতার করা না হলে সামনে বৃহত্তর আন্দোলন কর্মসূচী পালন করা হবে। সিনিয়র নেতাকে মারধরসহ পুলিশে দেয়ার ঘটনা আমরা দলের শীর্ষ নেতাদের জানিয়েছি।এ ব্যাপারে রংপুর তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, এখন পর্যন্ত (বুধবার বিকেল পর্যন্ত) থানায় কোন পক্ষ মামলা দায়ের করেননি।

/ রাচৌ

রংপুর ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

M.A Zalil Rana Chowdhury E-mail: rana5w1h@gmail.com Mobile: 01844-451-481 Name: M.A Zalil Rana Chowdhury Father’s Name: Md. Abbas Ali Sheikh Mother's Name: Dr. Farhana Chowdhuri, BCS Health Date of Birth: 01/03/1976 Blood Group: B+ NID: 3824702109515 Permament Address: Vill. Dhap Khalifapara, P.O. Rangpur, Rangpur City Corporation, Dist. Rangpur. LLB 2012 University of Dhaka 1st Class MSS 1999 Political Science 2nd Class EMPLOYMENT RECORD : 71 TV from Jun 2012 to Dec 2014. Correspondent Daily Amader Somoy from 6 Apr 13 to Jun 15 Special Corr. Daly Probhater Alo from 01 Jan 14 to Dec 14. Correspondent The Asian Age Feb 16 to Dec 18. Rangpur Bureau Chief Dainik Bangladesher Alo To till now. Rangpur Distric Correspondent The Daily Our Time to till now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *