নওগাঁয় দুই অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
নওগাঁর বদলগাছী উপজেলায় শসা ক্ষেতের পাশে গভীর নলকূপের ঘর থেকে দুই অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের নাম, পরিচয় এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার ৪ জুন সকালে ওই উপজেলার চাংলা গ্রাম থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এসময় স্থানীয় আহসান হাবীবের গভীর নলকূপ বসানোর ঘরে ২৭ থেকে ৩০ বছর বয়সী দুই নারীর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ওসি চৌধুরী জোবাইর আহমেদ জানান, প্রাথমিক আলমত দেখে পুলিশের ধারণা, ওই দুই নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাঁদের হত্যা করা হয়েছে, তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
/ আজু