আবহাওয়া সংবাদ
⛈️ আবহাওয়ার বর্তমান অবস্থা ⛈️
বর্তমানে বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগ বাদে প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টি চলছে। তারমধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এবং রাজশাহী বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে ভয়ঙ্কর বজ্রপাত থাকতে পারে তাই সর্তক থাকার কথা বলা হয়েছে।
বর্তমানে আবহাওয়া পরিস্থিতি অনুকূল থাকায় প্রাক বর্ষা জনিত বৃষ্টি প্রায় কমবেশি প্রতিটি জেলায় থাকবে আগামী কয়েকদিন।
🌓🌒 একই মাসে দুটি মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে পৃথিবীর একটি বড় অংশ 🌗🌕
আগামি ৫ই জুন রাতে হতে চলেছে উপচ্ছায়া চন্দ্রগ্ৰহণ এবং ২১শে জুন হতে চলেছে আংশিক সূর্যগ্ৰহণ।
দুটিই বাংলাদেশ ও পশ্চিম বাংলা হতে দেখা যাবে যদি আকাশ পরিষ্কার থাকে।
চন্দ্রগ্ৰহণ শুরু হবে ৫ই জুন বাংলাদেশ সময় রাত ১১ টা ৫২ মিঃ হতে পরদিন ৬ই জুন ভোররাত ৩ টার কিছু পর অবধি। সবচেয়ে ভালো দেখা যাবে রাত ১ টা ৩০ মিনিট নাগাদ।
(বলে রাখা ভালো যে এটা কিন্তু উপচ্ছায়া চন্দ্রগ্ৰহণ ঠিক যেমনটি হয়েছিল এবছর জানুয়ারি মাসে। এতে আমরা চাঁদকে পুরোপুরি দেখতে পাবো। কেবলমাত্র তার আলো কিছুটা আবছা হবে মাত্র)
সূর্যগ্ৰহণ শুরু হবে আগামী ২১ শে জুন বাংলাদেশ সময় সকাল ১১ টা ২৬ মিনিট থেকে আর চলবে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত। এবং সবচেয়ে ভালো দেখা যাবে দুপুর ০১ টা ১০ মিনিট নাগাদ।
একই মাসে দুটি গ্ৰহণ কিছুটা বিরল ঘটনা তাই আকাশ পরিষ্কার থাকলে দেখার সুযোগ হারাবেন না।
গ্ৰহণ সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা ফলে অযথা আতঙ্কিত বা কুসংস্কার আচ্ছন্ন হবেন না।
/ জয়দীপ আবহাওয়া ও মহাকাশ সংবাদ
বাংলাদেশ সময় রাত ১০ টা ৪৩ মিঃ।