নওগাঁয় গাছচাপায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু
নওগাঁর মহাদেবপুর উপজেলায় গাছচাপায় অপর্ণা কুন্ডু (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। নিহত অপর্ণা উপজেলার আটুড়া পাড়া গ্রামের মৃত দুলাল কুন্ডুর স্ত্রী এবং রায়গাঁ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য।
শুক্রবার ৫ জুন দুপুরে ওই উপজেলার রহাট্টা স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে অটোরিকশাযোগে রাইগাঁ বাজার থেকে নিজ বাসায় ফিরছিলেন অর্পণা। এ সময় স্থানীয় কাঠ ব্যবসায়ী নুরুজ্জামান ওই এলাকায় গাছ কাটছিলেন।
অটোরিকশাটি রাইগাঁ-ধনজইল গ্রামীণ সড়কের রহট্টা স্কুল মোড়ে এলাকায় পৌঁছালে একটি ইউকিলেকটার গাছ অটোরিকশার উপর পড়ে।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কাঠ ব্যবসায়ী নুরুজ্জামান রাস্তায় চলাচলকারীদের সাবধান না করেই গাছ কাটছিলেন। বিষয়টি স্থানীয়ভাবে আপোষ করার চেষ্টা চলছে।
মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
/ আজু