নওগাঁয় ভটভটি উল্টে বিক্রয় প্রতিনিধির মৃত্যু
নওগাঁর পত্নীতলা উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে সামিউল হাসান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সামিউল ওই উপজেলার পেজাপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। পেশায় তিনি অলিম্পিক কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি ছিলেন।
শনিবার ৬ জুন দুপুরে নজিপুর-শিবপুর সড়কের সম্ভপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সামিউল তাঁর কোম্পানীর বিভিন্ন পণ্য শিবপুর মোড়ের দোকানগুলোতে পৌঁছে দেয়। পরে ভটভটিযোগে নজিপুর ফেরার পথে সম্ভপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ভটভটি উল্টে ঘটনাস্থলেই মারা যায় সামিউল।
পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে।
/ আজু