সাতক্ষীরার তালায় ১ দিনের ব্যবধানে ২ জন গৃহবধুর করোনা সনাক্ত ১০ বাড়ি লকডাউন
সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালীতে ১ দিনের ব্যবধানে ২ জন গৃহবধুর করোনা সনাক্ত হয়েছে বলে জানা গেছে ।
আক্রান্ত ঐ গৃহবধু কাটাখালী গ্রামের মোঃ আল আমীন শেখের স্ত্রী। সোমবার (৮ জুন) তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন। এলাকা সূত্রে জানা যায় যে গৃহবধূ আসমা বেগম গত ৩ জুন সামান্য জ্বর সর্দি কাশি নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান।
এ সময় কর্তব্যরত ডাক্তার অনিমেশ করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পরামর্শ দেওয়ায় তিনি পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। পরবর্তীতে সোমবার তার নমুনা ফলাফলে করোনা পজেটিভ আসে। এ সময় পুলিশ তার স্বামীর বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করে।
খলিষখালী ক্যাম্প ইনচার্জ এস আই নিখিল বিশ্বাস জানান, আক্রান্ত ঐ গৃহবধু বাড়ি সহ ১০বাড়ি ঘোষনা করা হয়েছে। এ ছাড়া এলকায় গন সচেতনায় নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিশেষে তিনি বলেন, যে কোন পরিস্তিতে জনগনের সুরক্ষায় ও জানমালের নিরাপত্তায় পুলিশ সবসময় আছে
/ জহাসা