আবারো গৃহবধূকে হত্যার ষড়যন্ত্র– বাড়ি দখলের পায়তারার অভিযোগ ভাতিজা শাহাজাদার বিরুদ্ধে
রংপুর জেলার পীরগঞ্জে আবারো গৃহবধূকে হত্যার ষড়যন্ত্র– বাড়ি দখলের পায়তারার অভিযোগ ভাতিজা শাহাজাদার বিরুদ্ধে।
জেলার পীরগঞ্জ থানাধীন গুর্জিপাড়া এলাকার শাহজাদপুর গ্রামের সুলতান মাহমুদ (গোলাপ) এর স্ত্রী শাহার বানু (৬৫) কে যে কোন কৌশলে বহিরাগত সন্ত্রাসী দ্বারা হত্যা করে তার বসতবাড়ি দখলের গভীর ষড়যন্ত্র করছে তার স্বামী, সতিন- মনোয়ারা, স্বামীর বড় ভাই মজিবুর রহমান এবং মজিবুর রহমানের ছেলে ষড়যন্ত্রকারীর মুল হোতা পীরগঞ্জ ভেন্ডাবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তাফিজার রহমান শাহজাদার বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছেন গত ১০ ডিসেম্বর ২০১৯ সকাল আনুমানিক ৭ টা নাগাদ একই ষড়যন্ত্রকারীদের হামলার শিকারে গুরুতর আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ভুক্তভুগী শাহার বানু।
অভিযোগকারীনি আরো বলেন, এখানেই শেষ নয় আমার দীর্ঘ ৪৫ বছরের সংসার জীবনে আমার বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলে সজিবের মৃত্যুর পর থেকে এই কুচক্রীরা আমাদের জায়গা জমি ভোগ দখলের জন্য আমার স্বামীকে কুপরামর্শ দিয়ে আসছে, কুপরামর্শ ও ফুসলিয়ে আমার স্বামীকে একাধিক বিয়ে করিয়েছে এবং সে সময় থেকে এখন পর্যন্ত আমার এবং আমার একমাত্র মেয়ের উপর বহুমুখী হামলা-মামলা ও নির্যাতন অব্যহত রেখেছে।
উল্লেখিত বিষয়াবলীর প্রেক্ষিতে জীবন বাঁচানোর তাগিদে থানায় একাধিক জিডি, অভিযোগ ও কোর্টে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ১০ ডিসেম্বর ২০১৯ এর ঘটনায় পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আমার স্বামীসহ ৩ জনকে গ্রেফতার করেন, আপোষের কথা বলে আসামিদের ছেড়ে দেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরত চন্দ্র। এরপর হয় আপোষ মীমাংসা- নয়তো আসামিদের বিরুদ্ধে মামলা গ্রহন করা হবে, এমন তালবাহানার ৩ দিন পর কোনকিছুই সম্ভব নয় বলে জানিয়ে দেন থানা কর্তৃপক্ষ।
বাধ্য হয়ে আদালতে মামলা করেন ভুক্তভুগী, মামলা নং:পিআর ১৬৫/১৯, ১০ ডিসেম্বর ২০১৯ এর ঘটনায় স্হানীয় পত্রিকা প্রতিদিনের বার্তায় সংবাদ প্রকাশিত হয়েছে এবং বিষয়টি লিখিত আকারে নিজ এলাকার সাংসদ – মহান জাতীয় সংসদের স্পীকার ড: শিরিন শারমিন চৌধুরীকেও অবগত করেছেন তিনি। এছাড়াও বিগত দিনের সকল ঘটনার সুষ্ঠু বিচার না পেয়ে লিখিত দরখাস্ত দিয়েছেন স্বরাষ্ট্র মণ্ত্রী বরাবরে আর অনুলিপি দিয়েছেন সংশ্লিষ্ট সচিব, আইজিপি, রংপুর বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক,পুলিশ সুপার এবং পীরগঞ্জ ভেন্ডাবাড়ীর তদন্ত পুলিশ ফাঁড়ি কর্মকর্তাকেও। দীর্ঘসময় এসকল লোমহর্ষক নির্যাতনের বর্ননা দিলেন অভিযোগকারিনী শাহার বানু।
/ রাচৌ