দেশব্যাপীজীবনশৈলীস্বাস্থ্য এবং চিকিৎসাশিরোনামসর্বশেষসব খবর

দিনাজপুরে করোনায় পুলিশ কনষ্টেবলের মৃত্যু

করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে দিনাজপুরের বীরগঞ্জ থানায় কর্মরত এনামুল হক (৪৬) নামে ১ পুলিশ কনষ্টেবলের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১০ জুন) ভোরে দিনাজপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। তার বাসা পঞ্চগড় জেলায় বলে জানা গেছে।

দিনাজপুরের পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন জানান১০/১২ দিন পুর্বে বীরগঞ্জ থানায় কর্মরত থাকা অবস্থায় কনষ্টেবল এনামুল হক অসুস্থ্য হয়ে পড়ে। তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার গুরুতর হওয়ায় মঙ্গলবার মধ্যরাতে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

/ কুআ

দিনাজপুর ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

নাম: কুরবান আলী পিতা: মৃত: আব্দুর রশিদ মাতা: আনোয়ারা বেগম বর্তমান ঠিকানা: গ্রামঃ পুরাতন ঘাসিপাড়া, পোঃ বাহাদুর বাজার, থানাঃ কোতয়ালী, উপজেলাঃ সদর, জেলা- দিনাজপুর। স্থায়ী ঠিকানা: গ্রামঃ পুরাতন ঘাসিপাড়া, পোঃ বাহাদুর বাজার, থানাঃ কোতয়ালী, উপজেলাঃ সদর, জেলা- দিনাজপুর। জন্ম তারিখ: ২০-০৫-১৯৯৪ ইং মোবাইল নং: ০১৭৩৮-৫৫২০৬৪ রক্তের গ্রুপ: ও নেগেটিভ ই-মেইল: kurbanalli2010@gmail.com কুরিয়ার পাঠানোর ঠিকানা: হোটেল কনকর্ড (আবাসিক), গণেশতলা, দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *