দিনাজপুরে করোনায় পুলিশ কনষ্টেবলের মৃত্যু
করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে দিনাজপুরের বীরগঞ্জ থানায় কর্মরত এনামুল হক (৪৬) নামে ১ পুলিশ কনষ্টেবলের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১০ জুন) ভোরে দিনাজপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। তার বাসা পঞ্চগড় জেলায় বলে জানা গেছে।
দিনাজপুরের পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন জানান, ১০/১২ দিন পুর্বে বীরগঞ্জ থানায় কর্মরত থাকা অবস্থায় কনষ্টেবল এনামুল হক অসুস্থ্য হয়ে পড়ে। তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার গুরুতর হওয়ায় মঙ্গলবার মধ্যরাতে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।
/ কুআ