নড়াইলে কৃষকদের কাছ থেকে কৃষক অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
নড়াইলে সদর উপজেলা পর্যায়ের অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ ২০২০ এর কৃষক অ্যাপের মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামে পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরফুল ইসলাম লিটুর বাড়ীর চত্বরে সদর উপজেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগ নড়াইলের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এ সময় মোঃ কোহিনুর রহমান, বিন্দু ঘোষ ও আরতি রানীর কাছ থেকে মোট ৩ টন ধান ক্রয় করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খান নিলু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, জেলা খাদ্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, পৌরসভার কাউন্সিলার মোঃ শরফুল ইসলাম লিটু, সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
১ হাজার ৪০টাকা দরের লটারির মাধ্যমে নির্বাচিত ৮ হাজার ১ শত ১১ জন কৃষককের কাছ থেকে জেলায় মোট ৩ হাজার ৮ শত ৩৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।
জেলা প্রশাসক আনজুমান আরা জানান, আমাদের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তুজা এ ব্যাপারে খুবই আন্তরিক, তিনি কৃষকদের কথা চিন্তা করে, তাদের ধান পৌছাতে যেন পরিবহন ব্যয় না হয়,সে জন্য ধান নেয়ার জন্য পরিবহনের ব্যাবস্থা করে দিয়েছেন।
/ শুস