মহাসড়কে পুলিশ চাঁদাবাজি করলেই শাস্তি: হাইওয়ে পুলিশ সুপার-শহিদ উল্ল্যাহ
হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের পুলিশ সুপার মোঃ শহিদ উল্ল্যাহ বলেছেন, মহাসড়কে পুলিশের কোন প্রকার চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।
জনগণের ট্যাক্সের টাকায় পুলিশ বেতন পায়। তাদের কোন উপরি রোজগারের প্রয়োজন নেই। মঙ্গলবার (৯ই জুন) বিকেলে সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানা চত্বরে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় পুলিশ সুপার এসব কথা বলেন। তিনি আরও বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা হাইওয়ে পুলিশের কর্তব্য।
সেই লক্ষ্য নিয়েই প্রতিটি পুলিশ সদস্যকে কাজ করতে হবে। কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে কোন প্রকার চাঁদাবাজি বা সাধারণ মানুষের সাথে অশালীন আচরণের অভিযোগের প্রমাণ পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাটিকুমরুল হাইওয়ে থানার নবাগত ওসি মোঃ নুর নবী প্রধানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের পুলিশ সুপার মোঃ শহিদ উল্ল্যাহ।
এসময় আরও বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. রায়হান আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন ও হেলাল আহম্মেদ, প্রেসক্লাব হাটিকুমরুল হাইওয়ে থানার সভাপতি শংকর রায় ও সাধারন সম্পাদক মোঃ জাকির হোসাইন প্রমুখ।
/ মোমই