মুজিব শতবার্ষিকী উপলক্ষে বরগুনার ১০০ জন মুক্তিযোদ্ধার স্মৃতিকথা নিয়ে প্রকাশনার মোড়ক উম্মোচন
বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলার ১০০ জন বীর মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধকালীন প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা নামক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার দুপুরে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র পরিকল্পনায় চিত্তরঞ্জন শীলের সম্পাদনায় গ্রন্থটি প্রকাশ করে জেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তোব্য প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, মুজিব বর্ষ উপলক্ষে একশত জন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা নিয়ে এই বইটি বরগুনা জেলা প্রশাসনের একটি প্রশংসনীয় উদ্যোগ। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আছে বলেই প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এরকম একটি গ্রন্থ প্রকাশ করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের সু-ফল এটাই এবং এই বইটির মাধ্যমে নতুন প্রজন্ম বরগুনা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন, পৌরসভার মেয়র মো: শাহাদাত হোসেন, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ বরগুনা জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রশিদ, প্রেসক্লাব সভাপতি অ্যাড: সঞ্জীব দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, মুক্তিযোদ্ধা, বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
/ জরা