রংপুরে প্রতিবন্ধী হোটেল শ্রমিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন : গ্রফতার -১
রংপুর নগরীর আজাদ হোটেলে বাবু মিয়া (২৪) নামে এক প্রতিবন্ধী হোটেল শ্রমিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হোটেল মালিক আনসার আলীকে গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ। বুধবার (১০ জুন) মহানগর পুলিশের তাজহাট থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্যাতিত হোটেল শ্রমিক বাবু মিয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলার মোজাম্মেল হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে মডার্ণ মোড়ের শাহীন হোটেলে কাজ করতেন। কিন্তু করোনাকালে লকডাউনের কারণে শাহীন হোটেল বন্ধ হলেও পাশের আজাদ হোটেলে কাজে যোগ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করোনায় সাধারণ ছুটি দীর্ঘ হওয়াতে শাহীন হোটেলের মতো আজাদ হোটেলও বন্ধ হয়ে যায়। তখন প্রতিবন্ধী বাবু মিয়া হোটেলের মালিক আনছার আলীকে চাবিসহ হোটেলের সবকিছু বুঝিয়ে দেয়। পরবর্তীতে সাধারণ ছুটি শেষ হওয়ায় শাহিন হোটেল আবারও খুললে বাবু সেখানে কাজ শুরু করেন। এর কিছুদিন পর আনছার আলী তার হোটেল চুরি হয়েছে বলে দাবি করে তাজহাট থানায় একটি অভিযোগ দায়ের করে।
এদিকে সোমবার (৮ জুন) সন্ধ্যায় আনছার আলী ও তার ছেলে আজাদ মিলে শাহীন হোটেলের সামনে থেকে প্রতিবন্ধী বাবু মিয়াকে তুলে নিয়ে যায়। এরপর বাবুর হাত-পা বেঁধে বাবা-ছেলে মিলে লোহার পাইপ দিয়ে মারধর করেন। প্রতিবন্ধী বাবু হাত-পা ধরে ক্ষমা চেয়ে চুরি করেননি বলে আর্তনাদ করলেও প্রায় দেড় ঘণ্টা তাকে অমানবিক নির্যাতন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, তারা বাবুকে তুলে নিয়ে গিয়ে প্রথমে লোহার পাইপ দিয়ে পেটায়।
এছাড়াও লোহা গরম করে আঘাত করা হয়। এতে বাবুর পা জখম হয় ও ডান হাত ভেঙ্গে যায়। পরে স্থানীয় জনগণ ও পুলিশ আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ বিষয় আজাদ হোটেল মালিক আনছার আলী পুলিশকে দোষারোপ করে স্থানীয় সাংবাদিককে বলেন, আমাদের অভিযোগের গুরুত্ব পুলিশ দেয় নাই। মালামাল উদ্ধারও করে নাই। তাই আমরা তাকে এনে চুরির মাল উদ্ধারের চেষ্টা করেছিলাম।
এ বিষয়ে তাজহাট থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। অমানবিকভাবে প্রতিবন্ধী ওই শ্রমিককে চুরির অপবাদে নির্যাতনের অভিযোগে হোটেল মালিককে গ্রেফতার করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। রংপুর হোটেল রেস্তোরা শ্রমিকলীগের সভাপতি সমশের আলী জানান, আমরা সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে থানায় অভিযোগ দায়ের করেছি।
বাবুর উপর নির্যাতনকারীদের আইনের আওতায় নিয়ে যথাযথ শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।
/ রাচৌ