নওগাঁয় চার কর্মকর্তার করোনা, ব্যাংক লকডাউন
রাজশাহী বিভাগে করোনার হটস্পট নামে খ্যাত নওগাঁয় বেড়েই চলেছে এই রোগের সংক্রমণ। দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা এবং সংক্রমণের নতুন রেকর্ড গড়ছে। প্রাণঘাতী (কোভিড-১৯) সংক্রমণে নওগাঁয় ইসলামী ব্যাংকের ম্যানেজারসহ চার কর্মকর্তা নতুন করে আক্রান্ত হয়েছেন।
এই নতুন চারজন কর্মকর্তাকে নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ১৬৪ জনে। এরমধ্যে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে ৯১ জনকে। এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।
বুধবার ১০ জুন দুপুরে নওগাঁর সিভিল সার্জন অফিসার ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নওগাঁয় ইসলামী ব্যাংকের ম্যানেজারসহ চার কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। পরে জেলা প্রশাসন ব্যাংকের ওই শাখাটি লকডাউন ঘোষণা করে। এছাড়াও, ব্যাংকের ওই শাখার বাহিরে নোটিশ টানানোর নির্দেশ দেয় প্রশাসন।
জেলায় গত ২৩ এপ্রিল নওগাঁর রাণীনগর উপজেলায় এক সেবিকার শরীরে প্রথম করোনা শনাক্ত হয়। আর সাতচল্লিশ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন সদরের দুইজন এবং মান্দা উপজেলার একজন রোগী।
/ আজু