রংপুরে চিকিৎসক, র্যাব-পুলিশসহ আরও ৩১ জন শনাক্ত
রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩১ জনের করোনা পজেটিভ এসেছে।
আক্রান্তরা হলেন, শাপলা চত্ত্বর র্যাবের এক সদস্য (৫৬), রংপুর জেলা পুলিশের এক সদস্য (২০), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৩০), এক বৃদ্ধা (৬৩) ও আরটিআই কর্নারের এক পুরুষ (৩৫), কলেজ রোডের এক বৃদ্ধ (৬২), সাতগাড়া মিস্ত্রিপাড়ার এক পুরুষ (৪৯), গণেশপুরের এক বৃদ্ধ (৮০), বিনোদপুরের এক পুরুষ (৪১), মুলাটোল পুকুরপাড়ের এক চিকিৎসক (৬৫), মেডিকেল পাকারমাথার এক নারী (৪২), সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের এক পুরুষ (৩৪), এক কিশোরী (১২), পীরগঞ্জের এক পুরুষ (৪৭), অপর পুরুষ (৪২), বদরগঞ্জের শাহপাড়ার এক যুবক (২৮), হাসপাতালপাড়ার এক যুবতী (২০), পীরগাছার এক পুরুষ (৩৮), এক বৃদ্ধা (৭০), এক পুরুষ (৩৮)।
এছাড়া কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের এক চিকিৎসক (২৬), এক রোগী (৩৭), চিলমারী হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক (২৭), গাইবান্ধা সদরের এক কিশোর (১৭), পলাশবাড়ির এক শিশু (৯), এক কিশোরী (১৪), এক পুরুষ (৪৫), এক বৃদ্ধা (৬৫), এক বৃদ্ধ (৭৫), সাদুল্ল্যাপুরের এক পুরুষ (৪৪), সুন্দরগঞ্জের এক কিশোর (১৫) বৃহস্পতিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ব্যক্তিদের করোনা পজেটিভ আসে। এতথ্য নিশ্চিত করেছেন, রমেক অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জন সূত্রে জানা যায়, রংপুর জেলা করোনা পজেটিভ সংখ্যা বেড়ে দাড়ায় ৫৫০ জন।
/ রাচৌ