বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাকে চাকায় পিষ্ট হয়ে বিনয় কৃষ্ণ রায় (৫৫) নামে ১ শিক্ষকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১২জুন) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ছোট বটতলী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক বিনয় কৃষ্ণ রায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার কামেশ্বরী গ্রামের বিশ্বনাথ রায়ের ছেলে। তিনি আটোয়ারী উপজেলার বলরামপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, মোটরসাইকেল যোগে কাহারোল উপজেলার আত্মীয়ের বাসা থেকে নিজ বাসা যাওয়ার পথে বীরগঞ্জের ছোট বটতলী গ্রামে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এব্যাপারে বীরগঞ্জ থানায় একটি ইউপি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
/ কুআ