সিএমপিতে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’তে কর্মরত সার্জেন্ট মাহবুবুর রহমান (৪৮) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
করোনা উপসর্গে তার মৃত্যু হল কিনা এ বিষয়ে কোন স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
মাহবুবুর রহমান ট্রাফিক-উত্তর বিভাগে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। তিনি পাবনা জেলার সাথিয়া থানাধীন এলাকার মৃত তালেবুর রহমান পুত্র। ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে যোগদান করেন তিনি।
জানা গেছে, শারিরীক অসুস্থতায় বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।
মাহাবুবুরের জানাজা শুক্রবার সকাল সাড়ে ১১টায় সদরঘাট ট্রাফিক অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক মহিউদ্দিন খান।
/ জুব