নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের শ্রীফলতলা-ছাগলছিড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ভদ্রবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য সজীব আহম্মেদ জানান, ছাগলছিড়া গ্রামের কৃষক মুসা শিকদার শনিবার সকাল ৬টার দিকে টিনের ঘরের বারান্দা থেকে বস্তাভর্তি ধান মাথায় করে নেয়ার সময় ঘরের বারান্দার সাথে বেঁধে রাখা কাপড় শুকানো তারের সাথে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন।
তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী রাবেয়া বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। কৃষক মুসা মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগের থেকে টিনের ঘরটি বিদ্যুতায়িত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানিয়েছেন।
/ শুস