সাভার পৌর এলাকার রাস্তাগুলো ব্যাবহার অনুপযোগী, ভোগান্তীতে এলাকাবাসী
সাভারের ৯ টি ওয়ার্ডের ৬টি ওয়ার্ডের এর রাস্তার অবকাঠামোগত উন্নয়ন একেবারেই নাজুক।
এমন কি সাভার পৌরসভা এবং উপজেলা কার্যালয় ভবন অবস্থিত ৯ নং ওয়ার্ডের অবস্থা অবর্ননীয়। বিগত ৪ বছর ধরে বর্ষাকালে রাস্তার বেহাল অবস্থা দৃশ্যমান হলেই চলে ইটের খোয়া ঢেলে গর্ত ভরাট করার দৃশ্য।
গেন্ডা ৯ নং ওয়ার্ড কমিশনার আয়নাল হক গেদুকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান “রাস্তার কাজের টেন্ডার হয়ে গেছে,অতি শীঘ্রই রাস্তার কাজ দৃশ্যমান হবে।”
এলাকাবাসি থেকে জানা যায়, বিগত সময় গুলোতে এসব রাস্তার কাজের টেন্ডার পাস হয়েছে তবুও এসব রাস্তাগুলো মেরামত হয়নি। এমতাবস্থায় এলাকাবাসীকে পোহাতে হচ্ছে শারীরিক কস্ট এবং গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। হেটেচলাচল করার অবস্থা নেই বল্লেই চলে। এদিকে এলাকার সুশীলসমাজের উদ্যোগে নেয়া হচ্ছে স্বেচ্ছায় রাস্তা সংস্কারের কাজ। অতি দ্রুত এসব রাস্তার মেরামত ও উন্নয়নের আশা করেন তারা।
/ মোইহো